ফের দাম বাড়ল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের, এই নিয়ে পরপর চার মাস দাম বৃদ্ধি

উৎসবের মরশুম চলাকালীনই ফের বাড়ল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। সারা দেশে দিওয়ালির আবহ। তার মধ্যেই ১৯ কেজির বাণিজ্যিক এলপিজির সিলিন্ডার পিছু ৬২ টাকা দাম বাড়ল। লোকসভা নির্বাচনের আগে ক্ষুদ্র ব্যবসায়ী এবং রেস্তরাঁ মালিকদের কিছুটা স্বস্তি দিতে কমানো হয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম। তবে ভোট মিটতেই সেই স্বস্তি মূহুর্তের মধ্যে বদলে গিয়ে গত অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের পর নভেম্বরেও গোড়াতেও ফের উর্ধ্বমুখী বাণিজ্যিক গ্যাসের দাম।

গত ৪ মাসে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে মোট ১৫৫ টাকা।
নতুন এই দাম বৃদ্ধির ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ১৯১১.৫০ টাকা। দিল্লিতে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৮০২ টাকা। যা আগে ছিল ১,৭৪০ টাকা। মুম্বইতে সিলিন্ডার প্রতি বাণিজিক এলপিজির দাম ১৭৫৪.৫০ টাকা।

চেন্নাইয়ে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হল ১৯৬৪.৫০ টাকা। এই নিয়ে টানা চার মাস বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। তবে ১৪ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকছে বলেই জানা গিয়েছে। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে কোপ পড়লেও গৃহস্থের ব্যবহার্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কোনও প্রভাব এখনও পর্যন্ত পড়েনি।

Comments are closed.