গত একশো বছরে দেশে উষ্ণতম অক্টোবর পেরিয়ে নভেম্বর শুরু হয়েছে তিন দিন। কিন্তু এখনও হাঁসফাঁস গরম রাজ্যে। এরই মধ্যে কিছুটা সুখবর শোনাল আবহাওয়া দফতর। আগামী দু’দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে সর্বত্র।
তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সামান্য বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরের কোথাও কোথাও। বুধবার কোচবিহারসহ উত্তরের বাকি জেলাগুলিতেও সামান্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের আগামী কয়েক দিনে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।
বুধবার এবং বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও দু’-এক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। তবে সর্বত্র তাপমাত্রা কমবে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গের ক্ষেত্রেই আলিপুরের পূর্বাভাস, আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার ভাইফোঁটার পর থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। তবে এখনই শীত পড়ছে না শহরে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আগামী কয়েক দিনে হালকা শীতের আমেজ দেখা দিতে পারে।
Comments are closed.