বুধবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সব কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, রাজ্যের সরকার সবসময় আপনাদের পাশে আছে। ৩৬৫ দিন আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। তাই সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা আসনের উপনির্বাচনে ভোটটা সবাই তৃণমূলকেই দেবেন।
রাজ্যে বুধবারের ছয়টি কেন্দ্রের ভোট রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর জি কর কাণ্ডের পর থেকে বাংলাকে সিপিএম, বিজেপি যেভাবে বদনাম করেছে, তার জবাব এই ভোটে মিলবে বলেই প্রত্যয়ী সুর তৃণমূল নেতৃত্বের গলায়। রাজ্যের শাসক শিবিরের ব্যাখ্যা, এখানে স্থিতিশীল সরকার রয়েছে। রাজ্যজুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। ফলে ছয়টি বিধানসভার কেন্দ্রের মানুষও উপনির্বাচনে তৃণমূলের ভোটবাক্সে সমর্থন উজাড় করে দেবেন।
মমতার দাবি, উন্নয়নকে ত্বরান্বিত করতেই তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করবেন সকলে। মাসকয়েক আগেই হয়েছে লোকসভার নির্বাচন। তৃণমূল সাংসদরা মানুষের জন্য কাজ করছেন এবং আগামী দিনে আরও কাজ হবে।
ভোটের দিন ও ফলাফল ঘোষণার পর থেকে তৃণমূলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলবে বিরোধীরা। বিষয়টি অনুমান করেই প্রচারের শেষদিনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের বক্তব্য, তৃণমূলের জনপ্রিয়তা প্রশ্নাতীত। তাই ভোটের আগেই হেরে বসে আছে বিরোধীরা। ছয়টি কেন্দ্রেই তৃণমূলের জয় নিশ্চিত।
Comments are closed.