রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন কলকাতার সর্বত্র, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৮ জনের

বেনজির কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে জল থইথই কলকাতা। রেকর্ড বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। জলে ডুবে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। আর তাতেই ঘটেছে বিপত্তি।
জমা জলের মধ্যে কোথাও তার পড়ে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। আবার কোথাও ল্যাম্পপোস্টে হাত দেওয়ার জন্য মৃত্যু হয়েছে শহরে। মঙ্গলবার বিকেল পর্যন্ত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে মৃত্যু হয়েছে ৮ জনের।মঙ্গলবার সকালে মোমিনপুরের হোসেন শাহ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। নেতাজিনগর এবং বেনিয়াপুকুরেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। গড়িয়াহাটেও জমা জল থেকে এক জনের দেহ উদ্ধার হয়েছে।
কালিকাপুরে এক সাইকেল আরোহীর দেহ উদ্ধার হয়েছে। একই সঙ্গে হরিদেবপুর ও বেহালাতেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের। মিন্টো পার্ক থেকেও একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে তাঁর। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া পাঁচ জনের নাম ঠিকানা পেয়েছে নবান্ন। বাকি দু’জনের খোঁজখবর নেওয়া চলছে।
যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মনোজ পন্থকে নির্দেশ দিয়েছেন যাতে মৃতদের পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।

Comments are closed.