শেষ দফার আগে নির্বাচন কমিশনকে চিঠি মমতার, করলেন নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার আবেদন

শেষ দফার ভোটের ঠিক আগে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন, কেন্দ্রের ক্ষমতাসীন দলের চাপ অগ্রাহ্য করে কমিশন যেন নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।

চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এর আগের দফার ভোটগুলোতে কমিশনের একাধিক বেআইনি, সংবিধান বহির্ভূত এবং পক্ষপাতদুষ্ট আচরণের ফলে কীভাবে কেন্দ্রের শাসক দল সুবিধা পাচ্ছে, তা প্রত্যক্ষ করেছেন রাজ্যবাসী। এই প্রসঙ্গেই তিনি টেনে এসেছেন ১৪ তারিখ শহরে অমিত শাহের রোড শো এবং অশান্তির ঘটনার কথা। মমতা লিখেছেন, এই প্রসঙ্গে মনে করা যেতে পারে, ১৪ তারিখ কীভাবে অমিত শাহের রোড শো করাতে ওই এলাকার ১৪৪ ধারা প্রত্যাহার করে নেন কমিশন নিযুক্ত কলকাতার পুলিশ কমিশনার। কলকাতা তথা বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে আঘাত করতে এই রোড শো ছিল একটি পরিকল্পিত ফৌজদারি অপরাধ, চিঠিতে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

কমিশন রাজ্যের জন্য যে দু’জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে, তাদের নিয়েও নিজের আপত্তি কমিশনকে চিঠিতে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আইনের তোয়াক্কা না করে যেভাবে দু’জন অবসরপ্রাপ্ত আধিকারিককে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরা পক্ষপাতদুষ্ট। তাদের কাজ দেখেই বোঝা যাচ্ছে, যে তাঁদের কেন্দ্রে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করতেই রাজ্যে পাঠানো হয়েছে বলেও অভিযোগ মমতার। বারবার এই সমস্ত ইস্যু কমিশনের নজরে আনা হলেও, কোনও ফল হয়নি বলে চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী। শেষ দফার নির্বাচনের আগে তাই চিঠি লিখে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Comments are closed.