বুথ ফেরত সমীক্ষায় ফের বিজেপি সরকার গড়ারই পূর্বাভাস দিল সবকটি সংবাদমাধ্যম। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৭০-২৭৫ থেকে প্রায় ৩৫০ পর্যন্ত আসন পেতে পারে বলে বলে ইঙ্গিত বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়। পশ্চিমবঙ্গেও বিজেপির আসন বেড়ে ১১ থেকে ১৬-১৭ হতে পারে বলে আভাস দিয়েছে বুথ ফেরত সমীক্ষা
যদিও এই সমীক্ষাকে মানতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিরোধী নেতা-নেত্রীরা।
ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বুথ ফেরত সমীক্ষার নামে গুজব ছড়িয়ে ইভিএম কারচুপির চক্রান্ত করছে বিজেপি।
Related Posts
রবিবার শেষ দফার ভোট হয়ে যাওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমে শুরু হয় বুথ ফেরত সমীক্ষা। প্রায় সব জায়গাতেই এনডিএ’কে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ’র তুলনায় অনেক এগিয়ে রাখা হয়েছে। তবে কেরলে কংগ্রেসের তুলনায় সিপিএম অনেক ভাল ফল করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে চ্যানেলগুলি। যদিও এ রাজ্যে সিপিএম বা বামেদের কোনও আসন দেয়নি বুথ ফেরত সমীক্ষা।
বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত মেলার পরই দিল্লিতে তৎপরতা শুরু করে দিয়েছেন এনডিএ নেতৃত্ব। ডাকা হয়েছে মিটিং। অন্যদিকে, বিরোধীরাও হাল ছাড়তে নারাজ। বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলেই দাবি বিরোধী শিবিরের।
Comments are closed.