বৃহস্পতি অভিযানে সহায়ক সোলার প্যানেল তৈরি গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ কৃতিত্ব কলকাতার সনৎ পাণ্ডের

বৃহস্পতি অভিযানে স্যাটেলাইট পাঠাতে সহায়ক হবে এমন সোলার সেল প্যানেল তৈরি করে তাক লাগালেন কলকাতার ছেলে সনৎ পাণ্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরবানা ইলিনয়িস বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়রের সেকেন্ড সেমিস্টারের ছাত্র সনৎ পান্ডে এই গবেষণার জন্য জিতে নিয়েছেন ‘মাইক্রোলিঙ্ক ডিভাইসেস বেস্ট প্রোজেক্ট অ্যাওয়ার্ড’।
১৯ বছরের সনৎ পাণ্ডের গবেষণার বিষয় ছিল, ‘Ge/GaAs/InGaP Tripple-junction Solar cells for Space Exploration,’ অর্থাৎ, মহাকাশ যাত্রায় গ্রিন এলইডি টেকনোলজির উন্নতিকরণ। এলইডি বা লাইট এমিটিং ডায়োডে যে আলোক নিঃসরণ হয় তা নির্ভর করে সেমি কন্ডাক্টারের উপাদানের ওপর। এখনও পর্যন্ত রেড ও ব্লু এলইডি ব্যবহার করা গেলেও গ্রিন এলইডি ব্যবহার করা যায়নি। আর সেই গ্রিন এলইডি ব্যবহার করেছেন সনৎ। তাঁর তৈরি সোলার প্যানেল আগামী দিনে বৃহস্পতি অভিযানে বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোশ্যাল মিডিয়াতেও নিজের সাফল্যের কথা ভাগ করেছেন কলকাতাতেই বড় হওয়া সনৎ পাণ্ডে। তাঁর গবেষণায় সাফল্যের জন্য অধ্যাপক কেন বেরাম, কিহোন পার্ক, হুয়ান পিং লি ও রিচার্ড ডিকি লিউরকে বিশেষ ধন্যনাদ জানিয়েছেন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সনৎ পাণ্ডে। তাঁদের তত্ত্বাবধানেই সনৎ এর গবেষণা সফল হয়েছে বলে জানিয়েছেন তিনি। সনৎ পাণ্ডে পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯৩ ব্যাচের আইপিএস পীযূষ পাণ্ডের ছোট ছেলে।

Comments are closed.