কি-ই না দেখা যায় নেটদুনিয়ায়! সাবধান থেকে হাতি ঘোড়া আবার বিশ্বের অনেক রহস্য বিজ্ঞান এমনকি ইতিহাস ও দেখা যায় নেটে। একটি ইউটিউব ঘাঁটলি দেখা যায় সেইসব সংক্রান্ত প্রচুর ভিডিওস। এই এত সব ভিডিওর মধ্যে প্রচুর জনপ্রিয়তা পায় সাপ সংক্রান্ত ভিডিওগুলি। সাপের মতন হাত পা বিহীন রহস্যময় এক প্রাণীর সম্বন্ধে জানতে চায় সকলে আর তাই হয়তো সব সংক্রান্ত ভিডিওগুলি পায় প্রচুর প্রচুর লাইক ও ভিউজ।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যাতে দেখা যাচ্ছে একটি সাপ একটি মুরগিকে টোপ হিসেবে গিলে খেয়ে নিয়েছে। এই ভিডিওটি আপলোড করা হয়েছে কোবরা হান্টার নামক একটি ইউটিউব চ্যানেল থেকে, যাতে খুব অল্প সময়ের মধ্যেই ভিউ পড়েছে প্রায় ৫.৫ কোটি এবং লাইক পড়েছে প্রায় ২৩৫ এর কাছাকাছি। আসলে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কয়েকজন যুবক মাছ ধরতে গিয়ে মুখোমুখি হয়েছেন একটি বিশাল আকার পাইথনের। বিপদের মুখে নিজে পড়তে না চাইলেও অন্যকে বিপদে পড়েছে দেখতে বেশ ভালই লাগে মানুষের। তাই হয়তো এই ভিডিওটিতে যুবক দুজন বিপদে পড়েছে দেখা যাওয়ায় ভিডিওটি হয়ে গেছে ভাইরাল ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন যুবক সিট দিয়ে মাছ ধরতে গেছেন। মাছের টোপ হিসেবে ব্যবহার করেছেন একটি মুরগিকে। তারপর হঠাৎই ছিপে পড়তে থাকে টান। তখন তারা মনে করে যে হয়তো কোন মাছ টোপ গিলেছে। কিন্তু অচিরেই যুবক বুঝতে পারে যে সে যা মনে করছে তা একেবারেই ভুল। কোন মাছের গায়ে এমন আসুরিক শক্তি হতে পারে না। আর তারপরেই সেই টোপ গেলা প্রাণীর হ্যাচকা টানে যুবক পড়ে যায় জলে। সঙ্গে সঙ্গেই তার সঙ্গীরা যারা আসে পাশে মাছ ধরছিল তারা একটা বড় সাইজের মাছ ধরার জাল নিয়ে আসে।
এবং সেই জাল দিয়ে টোপ গেলা প্রাণীটিকে জল থেকে তোলার চেষ্টা করে। জাল দিয়ে উপরে তোলার পর দেখা যায় সেটি আসলে একটি কালো হলুদ রঙের পাইথন। মাছ ধরার জলে এইভাবে পায়খান উঠে আসার ঘটনা একেবারে নতুন। এবং সারা ভিডিও জুড়ে গা শিরশিরানো টানটান উত্তেজনা থাকায় ভিডিওটিকে পছন্দ করেছেন সব নেটিজেনরা। তারা ভিডিওটির কমেন্ট বক্সে ছেলেগুলির সাহসিকতার ভুয়সী প্রশংসা করেছেন।
Comments are closed.