কলকাতা থেকে রেকর্ড সংখ্যক মানুষ কাতারে, মেসির হাতে কাপ দেখতে চাইছে ফুটবল প্রেমী বাঙালী

ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। ভারত বিশ্বকাপে না খেললেও ভারতীয়দের উৎসাহ কোন অংশে কম নয়। আর বাঙালীর আবেগ ফুটবল। তাই পরিসংখ্যান বলছে কাতার বিশ্বকাপে খেলা দেখতে গিয়েছে কলকাতা থেকেই প্রায় ৯ হাজার জন। মঙ্গলবার রাতে সেমিফাইনাল খেলবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া। রবিবার রাতে ফাইনাল। জানা গিয়েছে, ফাইনালের খেলা দেখতে এখনও ভিসা ট্র্যাভেল প্যাকেজ নিয়ে খোঁজ নিচ্ছেন বাঙালিরা।

ট্র্যাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় শাখার তরফে জানানো হয়েছে, পূর্ব ভারত থেকে এখনও পর্যন্ত ১০ থেকে ১২ হাজার জন কাতারে গিয়েছেন গত কয়েক সপ্তাহে। এরমধ্যে কলকাতা থেকে গিয়েছেন প্রায় ৯ হাজার জন। ফুটবলপ্রেমী বাঙালী এখনও মুখিয়ে রয়েছেন তাঁদের প্রিয় দল আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া, ফ্রান্স ও মরক্কোর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখার জন্য।

জানা গিয়েছে, কোভিড আতঙ্ক কাটিয়ে এবার বাঙালীর আলাদা উম্মাদনা বিশ্বকাপ ফুটবল নিয়ে। কোভিড পরবর্তী সময়ে একদিকে ঘুরতে যাওয়া অন্যদিকে বিশ্বকাপের ম্যাচ গ্যালারিতে বসে খেলা দেখার আনন্দ নেওয়ার সুযোগ ছাড়ছেন না কেউ। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও অনেকে কাতার যেতে চাইছেন ভ্রমণের জন্য। আগে কাতার টুরিস্ট স্পট হিসেবে উল্লেখযোগ্য ছিলনা। কিন্তু বিশ্বকাপের পর বাঙালিদের কাছে টুরিস্ট স্পট হিসেবে উল্লেখযোগ্য হয়েছে কাতার। বিমানে এখন দোহা যাওয়ার খরচ ৫৫ থেকে ৬০ হাজার টাকা। আর ওখানে থাকা ও খাওয়ার খরচ সাধ্যের মধ্যেই।

প্রসঙ্গত, ব্রাজিল, স্পেন, জার্মানি, পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বাঙালীর এখন আশা আর্জেন্টিনা। এক ফুটবল প্রেমী বাঙালির কথায়, মেসি ভক্ত হিসেবে সেমিফাইনালের ম্যাচ দেখার জন্য কাতার যেতে চাই। ফাইনালের ম্যাচ দেখতে চাই। হয়তো মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে পাবো এটাই আশা।

Comments are closed.