দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যের তরফে দুর্গাপুজো নিয়ে বিশেষ ট্যাবলো থাকছে। আগেই একথা জানা গিয়েছিল। তবে দিল্লির পাশাপাশি রেড রোডের কুচকাওয়াজেও রাজ্যের তরফে দুর্গাপুজো নিয়ে থাকছে বিশেষ ট্যাবলো। মঙ্গলবার এমনটাই জানা গেল।
মঙ্গলবার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে চূড়ান্ত পর্যায়ে মহড়া ছিল। এদিন জানা যায়, ২৬ জানুয়ারি রেড রোডে রাজ্যের তরফে মোট তিনটি ট্যাবলো থাকছে। যার মধ্যে দুর্গাপুজো নিয়েও একটি বিশেষ ট্যাবলো থাকছে। এছাড়াও রাজ্য পুলিশের তরফে একটি ট্যাবলো এবং যুব কল্যাণ দফতরের তরফে একটি ট্যাবলো থাকছে বৃহস্পতিবারের অনুষ্ঠানে। নবান্ন সূত্রে খবর, এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বেশ কয়েকটি চমক থাকছে। এবারে বিশেষ অতিথিদের আসন সংখ্যা বাড়ানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, অনুষ্ঠানের প্রস্তুতি এক্কেবারে শেষ পর্যায়ে।
প্রসঙ্গত, ২০২১ সালে কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো চলমান হেরিটেজ-এর তকমা দিয়েছে। যা নিয়ে এবারে দুর্গাপুজো একমাস আগে থেকেই উদযাপন শুরু করেছিল বাঙালি। এবার সেই সম্মানকেই উদযাপন করতে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে বাংলা থেকে দুর্গাপুজো নিয়ে ট্যাবলো থাকছে। এবার রাজ্যের অনুষ্ঠানেও ঐতিহ্যবাহী পুজোকে তুলে ধরার পরিকল্পনা করেছে রাজ্য।
Comments are closed.