রেড রোড ছেড়ে দেওয়াল ভেঙে ফুটপাথে মিনিবাস, নিহত এক পুলিশকর্মী

রেড রোডে পাঁচিল ভেঙে ফুটপাথে ঢুকে পড়ল মিনিবাস। বাসের নীচে চাপা পড়ে মৃত্যু হল বাইক আরোহী এক পুলিশ কর্মীর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। আহতদের ভর্তি করা হয়েছে এসএসকেএমে। নিহত পুলিশকর্মীর নাম বিবেকানন্দ দেব (৩৫)। তাঁর বাড়ি ঝাড়গ্রামে।

বুধবার সকালে হাওড়া-মেটিয়াবুরুজ রুটের মিনিবাসটি রাস্তার ধারে রেলিং ভেঙে ফোর্ট উইলিয়ামের পাঁচিলে ধাক্কা মারে। দুর্ঘটনার পর বাসের সিট ভেঙে গিয়েছে। জানলার কাচ, আহত যাত্রীদের চশমা, জলের বোতল, জুতো ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখা যায় রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে যান কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। আহতদের উদ্ধার করতে হাত লাগায় সেনাবাহিনীর জওয়ানরা। ঘটনাস্থলে তিনটি ক্রেন নিয়ে গিয়ে বাসটিকে সরিয়ে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের কথায় বাসের গতিবেগ বেশ জোরে ছিল। উল্টো দিক থেকে বাইক আরোহী পুলিশকর্মী চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রেলিংয়ে ধাক্কা মারে। ঘটনার পর পলাতক বাস চালক।

Comments are closed.