অভিষেক ব্যানার্জির সফর ঘিরে উত্তপ্ত ত্রিপুরা। বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলা। লাঠির আঘাতে তাঁর গাড়ির কাচ ফাটল ধরে। এই ভিডিও নিজেই টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টুইটে তিনি জানান, বিপ্লব দেবের শাসনে ত্রিপুরার গণতন্ত্রের কী হাল। এইভাবে চলতে থাকলে উন্নতির শিখরে কি পৌঁছবে ত্রিপুরা?
Democracy in Tripura under @BJP4India rule!
Well done @BjpBiplab for taking the state to new heights. pic.twitter.com/3LoOE28CpW
— Abhishek Banerjee (@abhishekaitc) August 2, 2021
সাংবাদিকদের সামনে অভিষেক ব্যানার্জি জানান, কয়েকদিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন, অতিথি দেব ভব, কিন্তু এই তার নিদর্শন। তিনি বলেন, বাংলায়, বিজেপির নেতারা বলেন, গণতন্ত্র বাঁচাও। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে এই গণতন্ত্রের এই উদাহরণ।
ত্রিপুরেশ্বরী মন্দির চত্বরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয় তাঁকে। তৃণমূল সমর্থকরা পালটা ‘খেলা হবে’ স্লোগান তোলে। পতাকা লাগাতে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল কর্মীদের। দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ লাহাদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। সোমবারও অভিষেকের সফরের আগে ত্রিপুরার জায়গায় জায়গায় ছেঁড়া হয় তৃণমূলের ব্যানার ও পোষ্টার।
Comments are closed.