এই সোনার বাংলা বানানোর কথাই বলেন? শীতলকুচি নিয়ে শাহকে তোপ অভিষেক, মহুয়ার
চতুর্থ দফার ভোটের শুরুতেই কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে তীব্র উত্তেজনা শুরু হয়
শীতলকুচির ঘটনায় আরও তীব্র রাজনৈতিক চাপানউতোর। ঘটনা নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া দিলেন অভিষেক ব্যানার্জি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যুর ঘটনা নিয়ে অমিত শাহকে কাঠগড়ায় তুলেছেন তিনি।
ট্যুইটে তিনি লেখেন, কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জনের হত্যার ঘটনায় গভীরভাবে শোকাহত।
সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও একহাত নিয়েছেন অভিষেক। ট্যুইটের দ্বিতীয় অংশে অমিত শাহকে মেনশন করেন তিনি। ডায়মন্ডহারবারের সাংসদের কটাক্ষ, আপনার প্রতিশ্রুতির ‘সোনার বাংলা’ বলতে আপনি কী এটাই বুঝিয়েছিলেন?
Heart wrenching reports of 5 innocent people shot dead by Central Forces coming in from Coochbehar. @AmitShah is this your vision for Bengal when u call for turning Bengal into ‘SonarBangla’ ?
— Abhishek Banerjee (@abhishekaitc) April 10, 2021
যুব তৃণমূল সভাপতির পাশাপাশি এদিন ট্যুইটে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মিত্র।
[আরও পড়ুন- WB Election 2021: বিজেপি প্রার্থী পায়েল সরকারের গাড়িতে হামলা]
সাংসদ ট্যুইটে লেখেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচন চলার সময় CAPF-এর এভাবে নির্বিচারে গুলি চালোনোর কী দরকার ছিল?
সেই সঙ্গে তিনি বলেছেন, অন্যান্য সভ্য দেশগুলির মত কেন আমাদের দেশেও রবার বুলেট ব্যবহার করা হয় না?
নির্বাচনী কমিশনের কাছে জবাব চেয়েছেন কৃষ্ণনগরের সাংসদ।
Does CAPF need to shoot to kill during a democratic election?
Why not use rubber bullets like the rest of the civilised world? @ECISVEEP needs to answer.
— Mahua Moitra (@MahuaMoitra) April 10, 2021
চতুর্থ দফার ভোটের শুরুতেই কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে তীব্র উত্তেজনা শুরু হয়। ভোটের লাইনে দাঁড়িয়ে মৃত্যু হয় প্রথম ভোটার আনন্দ বর্মনের। তাঁকে বিজেপি সমর্থক বলে দাবি পরিবারের। তার কিছুক্ষণের মধ্যে খবর আসে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। তৃণমূলের দাবি মৃতরা সবাই তৃণমূলের সমর্থক।
কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পাঁচ জনের মৃত্যু ঘটে। ঘটনার জেরে ওই বুথে ভোট গ্রহণ স্থগিত রেখেছে কমিশন।
Comments are closed.