পুরভোটের প্রচারে গিয়েও কার্যত দিল্লির লড়াইয়ের সুর বেঁধে দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক এদিন বলেন, এই তৃণমূল নতুন তৃণমূল। এর দিকে এখন সারা দেশ তাকিয়ে রয়েছে। তাঁর দাবি, কাশ্মীর থেকে কন্যাকুমারী গোটা দেশ এখন দলনেত্রী মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে।
বৃহস্পতিবার পুরভোটের প্রচারে উত্তরকলকাতায় শিয়ালদহ থেকে বউবাজার পর্যন্ত রোড-শো করেন অভিষেক। রোড-শো শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরু থেকে বিজেপিকে একের পর এক বাক্যবাণে বিদ্ধ করতে থাকেন। সেই সঙ্গে দলীয় কর্মীদের উদ্দ্যেশেও কড়া বার্তা দেন তৃণমূল সাংসদ।
প্রার্থীদের সঙ্গে বৈঠকের দিনই দলীয় কর্মীদের উদ্দ্যেশে বার্তা দিয়েছিলেন, কারোর বিরুদ্ধে ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠলে দল তাঁকে বহিষ্কার করবে। এদিনও সেই কথা স্মরণ করিয়ে দেন তিনি। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর সুরেই এদিন অভিষেক স্পষ্ঠ জানান, তৃণমূল কংগ্রেস করে খাওয়ার জায়গা নয়, এটা লড়াইয়ের জায়গা। কেউ ‘ধান্দা’ নিয়ে দল করতে এলে তাঁকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হবে।
উত্তর কলকতায় দাঁড়িয়ে অভিষেকের বার্তা, আজকে মিছিলে যে জনপ্লাবন দেখেছি তা সব রেকর্ড ভেঙে দিয়েছে। আমি কথা দিয়ে গেলাম আজ থেকে উত্তর কলকাতার উন্নয়নের দায়িত্ব নিজে কাঁধে তুলে নিলাম।
এদিন অভিষেকের ব্যানার্জির সঙ্গে মিছিলে উপস্থিত ছিলেন উত্তর কলকতার সাংসদ সুদীপ ব্যানার্জি, উত্তর কলকাতার পর্যবেক্ষক বিধায়ক তাপস রায় ও প্রার্থীরা।
Comments are closed.