এবারের লড়াই দেশের মানচিত্রে কলকাতাকে শ্রেষ্ঠ করার লড়াই, কথা দিলাম আগামী দু’বছরের মধ্যে কলকাতাকে দেশের সর্বশ্রেষ্ঠ শহর করবো। পুরভোটের শেষ বেলার প্রচারে গিয়ে ঘোষণা তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির। শুক্রবার বিকেল ৫ টা পর্যন্ত প্রচারের সময়সীমা ছিল। এদিন নির্ধারিত সময়ের মধ্যে প্রচার শেষ করেন তৃণমূল সাংসদ।
শুক্রবার দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি থেকে কালীঘাটের মোড় পর্যন্ত দীর্ঘ রোড-শো করেন অভিষেক। বৃহস্পতিবারের মতো এদিনও জমায়েতের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের শুরু থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ শানান তিনি। সেই সঙ্গে দলীয় কর্মীদের নানান বিষয় নিয়ে সতর্ক করেন।
অভিষেকের চাঞ্চল্যকর দাবি, ভোটের দিন প্রায় ৫০ টি ওয়ার্ডে বিজেপি গন্ডোগোল পাকানোর চেষ্টা করবে। কর্মীদের উদ্দেশ্যে অভিষেকের বার্তা, কেউ প্ররোচনায় পা দেবেন না। কোনও রকম অশান্তি দেখলে পুলিশকে জানান। সেই সঙ্গে অভিষেকের দাবি, সারা দেশে সবথেকে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। পরিকাঠমোর দিক থেকেও শহরের প্রভূত উন্নত হয়েছে। তারপরেই তাঁর ঘোষণা, আগামী দু’বছরের মধ্যে দেশের শ্ৰেষ্ঠ শহর হয়ে উঠবে কলকাতা। বলেন, দু’বছর পরেই লোকসভা নির্বাচন। তৃণমূল তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে আপনার ইভিএমে জবাব দেবেন।
এদিন দক্ষিণ কলকাতার বিস্তীর্ন অঞ্চল ঘুরে প্রচার করেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রচারে তাঁর সঙ্গে ছিলেন, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাশিস কুমার, কাজরী ব্যানার্জি সহ দক্ষিণ কলকাতার প্রার্থীরা।
Comments are closed.