অভিষেক: অমিত শাহকে সবথেকে বড় পাপ্পু বলেছি, কেন বলেছি, তার ৪টে কারণ রয়েছে… 

পঞ্চায়েত ভোটের আগে কর্মী সম্মেলনের বৈঠক থেকে ফের একবার অমিত শাহকে ঝাঁজালো আক্রমণ শানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এদিন ফের একবার শাহকে ‘পাপ্পু’ বলে তীব্র কটাক্ষ করেছেন অভিষেক। সেই সঙ্গে রীতিমতো এক, দুই, তিন করে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাপ্পু বলার কারণ ব্যাখ্যা করেছেন ডায়মণ্ড হারবারের তৃণমূল সাংসদ। 

অভিষেকের কথায়, “অমিত শাহকে সবথেকে বড় পাপ্পু বলেছি। কেন বলেছি, তার চারটে কারণ রয়েছে।’’ সেই সঙ্গে উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “কারণগুলো আপনাদের জানতে হবে। অঞ্চলে অঞ্চলে গিয়ে বলতে হবে। বুথে বুথে কর্মিসভা করে জানাতে হবে।” নাম্বারিং-এর মতো করে অভিষেক এদিন বলেন, “ওনাকে পাপ্পু বলার ১ নম্বর কারণ, স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে দিল্লি পুলিশ। অথচ দিল্লির ক্রাইম রিপোর্ট দেখুন। কলকাতার ক্রাইম রিপোর্ট দেখুন। কলকাতা দেশের সবথেকে নিরাপদ শহর। আমার বলছি না, কেন্দ্রের রিপোর্ট বলছে। সেই জন্যেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি সবথেকে বড় পাপ্পু” 

এদিন অমিত শাহের ছেলে জয় শাহকে কেন্দ্র করে জাতীয় পতাকা বিতর্ক নিয়েও ফের একবার তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক। অমিত শাহ্কে তাঁর কটাক্ষ, “আপনি সবাইকে দেশ প্রেম শেখাতে চান, জাতীয় পতাকা নিতে বলেন অথচ আপনার পুত্র জাতীয় পতাকা নিতে লজ্জা পায়। এই ছেলেকে আপনার ত্যাজ্যপুত্র করা উচিত। ওই কারণেই আপনি ভারতের সবথেকে বড় পাপ্পু।” 

এখানেই না থেমে অভিষেক আরও বলেন, “আপনার অধীনে থাকা ইডি-সিবিআই চোরেদের আশ্রয় দিচ্ছে। সেই কারণে আপনি বড় পাপ্পু।” নাম না করে অমিত শাহের বিরুদ্ধে অভিষেকের বিস্ফোরক অভিযোগ, “যত টাকা নয়ছয় হয়েছে সব টাকা ওঁর কাছে গিয়েছে।” পাশাপাশি এদিন সিপিএম কংগ্রেসকেও একহাত নেন অভিষেক। বলেন, “অমিত শাহ সিবিআই, ইডি কাজে লাগিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাইছেন। বাংলায় কংগ্রেস-সিপিএম বলে কোনও বস্তু নেই। যে কারণে হোক তৃণমূলকে ধমকে চমকে থামাতে চাইছে। অভিষেকের হুঙ্কার, তৃণমূল ইডি-সিবিআইকে তোয়াক্কা করে না। 

  

Comments are closed.