ধরনার দ্বিতীয় দিনেও মিলল না সুরাহা। রাজভবনের সামনে অবস্থানে অনড় অভিষেক ব্যানার্জি। এদিনও রাজ্যপালকে জমিদার কটাক্ষ করে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ওঁকে আমার নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতেই হবে। সব চিঠি এসে পৌঁছাক। ৫০ লক্ষ চিঠি নিয়ে দেখা করতে যাব। ওঁকে সেগুলো পড়ে দেখতে হবে।
এদিকে তৃণমূলের রাজভবন অভিযানের মাঝে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখে রাজধানীতে ফিরে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার দিল্লি থেকে ফিরে তাঁর ফের উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা। জানা গিয়েছে, দিল্লি থেকে ফের দার্জিলিং-এ আসছেন সিভি আনন্দ বোস। সেখানেই তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে তিনি কথা বলবেন বলেই জানা গিয়েছে। সেই মতো দার্জিলিং যাচ্ছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, প্রদীপ মজুমদার।
তৃণমূলের প্রতিনিধি দল দার্জিলিং গেলেও অভিষেক ব্যানার্জি রাজভবনের সামনে অবস্থান থেকে সড়ছেন না বলে সাফ জানিয়ে দেন। এদিন ধরনা মঞ্চ থেকে তিনি বলেন,
আপনার জন্য আমি অপেক্ষায় থাকব। সেই সঙ্গে তৃণমূল সাংসদের হুঁশিয়ারি, রাজভবন খালি, আমরা সৌজন্য দেখিয়েছি, কিন্তু রাজ্যপালের এই জমিদারি প্রথার বিরুদ্ধে, দিল্লিতে যা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতা, এর জবাব দেবে বাংলার মানুষ।
Comments are closed.