মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি দীপঙ্কর ষন্নিগ্রাহী। সম্প্রতি তাঁকেই সরাসরি ফোন করেন খোদ অভিষেক ব্যানার্জি। হঠাৎ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের ফোন পেয়ে স্বাভাবিকভাবেই বেশ কিছুটা অবাক হয়ে যান দীপঙ্কর। প্রথমে দীপঙ্কর বিশ্বাসই করতে চাননি যে অভিষেক ব্যানার্জি তাঁকে ফোন করতে পারেন। তাই প্রথমটায় ভেবেই উঠতে পারেননি কী বলবেন। দীপঙ্কর জানিয়েছেন, ফোনে অভিষেকই তাঁকে বলেন, নির্ধিদ্বায় কথা বলতে। কিন্তু হঠাৎ অভিষেক ব্যানার্জি কেন ফোন করলেন মেদিনীপুর শহরের একজন ব্লক সভাপতিকে?
ঘটনা দিন চারেক আগের। নিজের ফোনে একটি অচেনা নাম্বার থেকে ফোন পান দীপঙ্কর। ফোন রিসিভ করতেই অন্যপ্রান্তে থাকা ব্যক্তি জানান, তিনি অভিষেক ব্যানার্জি। প্রাথমিক বিস্ময় কাটিয়ে স্বাভাবিক হতে কিছুটা সময় নেনে মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের ব্লক সভাপতি। তারপর বেশ কিছুক্ষন কথা হয় দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে। যদিও কী নিয়ে কথা হয়েছে সে সম্পর্কে কিছু বলতে চাননি দীপঙ্কর। তিনি শুধু বলেন, সংগঠনের কাজ নিয়ে অভিষেক ব্যানার্জি খোঁজ খবর নিয়েছেন। কোথাও কোনও সমস্যা আছে কিনা তাও জানতে চেয়েছেন।
দীপঙ্করের কাছে অভিষেক ব্যানার্জির ফোন যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই মেদিনীপুর শহর জুড়ে তৃণমূল নেতৃত্বের মধ্যে নানান আলোচনা শুরু হয়েছে। আলোচনা শুরু হয়েছে অন্যান্য তৃণমূল নেতাদের মধ্যেও। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, সম্প্রতি পুরভোটে রাজ্যজুড়ে ভালো ফল করলেও কয়েকটি ওয়ার্ডে পরাজিত হয়েছে তৃণমূল। যার মধ্যে মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডটিও রয়েছে। এই ওয়ার্ডে সিপিএম প্রার্থী জয়ী হয়েছেন। তৃণমূল সূত্রে খবর, ওই ওয়ার্ডের জন্য প্রথম একজনের নাম প্রস্তাব করেছিলেন দীপঙ্কর ষন্নিগ্রাহী। কিন্তু পরে ওই ওয়ার্ড থেকে অন্য একজনকে প্রার্থী করে তৃণমূল। মনে করে হচ্ছে এই নিয়ে অভিষেক ব্যানার্জির সঙ্গে তাঁর কথা হয়ে থাকতে পারে।
Comments are closed.