২১ জুলাইয়ের নাম করে কোনও টাকা তোলা যাবে না। চাঁদা তোলার অভিযোগ পেলেই দল থেকে বহিষ্কার করা হবে। শুক্রবার ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন কলকাতার তৃণমূলে ভবনে আগামী ২১ জুলাইয়ের সমাবেশ নিয়ে প্রস্তুতি বৈঠক ছিল। বৈঠকে তৃণমূলের প্রথম সারির সব নেতাই উপস্থিত ছিলেন। ওই বৈঠকে থেকেই তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সাফ জানান, ২১ জুলাইয়ের নামে কোনওরকমের চাঁদা তোলা যাবে না। দল এধরণের কাজকে কোনওভাবেই বরদাস্ত করবে না।
প্রত্যেক বছরই ২১ জুলাই দিনটি তৃণমূলের কাছে বিশেষ দিন। এদিন কার্যত দলের আগামী কর্মসূচির রূপরেখা ঠিক করে দেন দলনেত্রী মমতা ব্যানার্জি। মাঝে করোনার কারণে ভার্চুয়াল অনুষ্ঠান হলেও, প্রত্যেক বছরই এই দিনটাতে বিপুল জন সমাগম হয়। পর্যবেক্ষকদের একাংশের মতে, এই গুরুত্বপূর্ণ দিনটিকে ঘিরে যাতে কোনও রকমের বিতর্ক তৈরি না হয়, সেই লক্ষ্যেই অভিষেকের এই আগাম হুঁশিয়ারি।
যদিও এই প্রথম নয়। এর আগেও কলকাতা পুরভোটের প্রচারে গিয়ে দুর্নীতির অভিযোগে ওঠা একাংশের নেতা-কর্মীকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সাফ বলেছেন, দলটাকে রোজগারের রাস্তা হিসেবে ব্যবহার করা যাবে না। সম্প্রতি হলদিয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের মিটিং-এ গিয়েও একই বার্তা দিয়েছিলেন। ২৮ মে হলদিয়ার মিটিং থেকে অভিষেক সাফ বলেছিলেন, হয় তৃণমূল করুন না হয় ঠিকাদারি। দুটো একসঙ্গে করা যাবে না। এদিন প্রস্তুতি বৈঠকেও ফের একবার দুর্নীতি রুখতে কড়া বার্তা দিলেন একাংশের নেতা-কর্মীদের।
Comments are closed.