দিলীপ ঘোষকে ‘গুণ্ডা’ বলায় অভিষেককে আইনি নোটিস, ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতির
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ‘গুণ্ডা’, ‘মাফিয়া’ বলে রবিবার আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। নাম করে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ক্ষমতা থাকলে আইনি পদক্ষেপ নিন। ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য বিজেপির সভাপতির কাছ থেকে আইনি নোটিস পেলেন যুব তৃণমূল সভাপতি। সোমবার তাঁর আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিসে দিলীপের হুঁশিয়ারি, ৩ দিনের মধ্যে মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অভিষেক ব্যানার্জিকে। না হলে মামলা হবে।
রবিবার ডায়মন্ড হারবারের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানান অভিষেক। বিজেপির ‘ভাইপো’ আক্রমণের জবাবে তিনি কটাক্ষ করে বলেন তাঁর নাম নিয়ে আক্রমণ করার মতো হিম্মত প্রধানমন্ত্রীরও নেই। তাই ভাইপো বলেই বারবার আক্রমণ করে বিজেপি। এরপরেই অভিষেকের মন্তব্য, ‘আমি তো নাম করেই বলছি, দিলীপ ঘোষ গুণ্ডা, কৈলাস বিজয়বর্গীয়, সুনীল দেওধর সবাই বহিরাগত।’ তিনি হুঁশিয়ারির সুরে এও বলেন, যে যখন তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, তাঁকেই আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। সবসময় আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। বিজেপি নেতাদের সাহস থাকলে তাঁর বিরুদ্ধে মামলা করুন। এই প্রেক্ষিতেই দিলীপ ঘোষের তরফে আইনি নোটিস পেলেন তৃণমূল সাংসদ।
Comments are closed.