কিছু দিন আগেও বেশ কয়েকজন বিজেপি নেতা পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি তুলেছিলেন। যা নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। এই আবহে জলপাইগুড়ি সফরে গিয়ে পৃথক উত্তরবঙ্গের জবাবে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন অভিষেক ব্যানার্জি। ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চ থেকে অভিষেক স্পষ্ট বলেন, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে বাংলায় কিছু নেই। এখানে একটাই বঙ্গ, সেটা হল পশ্চিমবঙ্গ।
২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করতে সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি পৌঁছেছেন অভিষেক। মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভা মাঠে সভা করেন তিনি। অন্যান্য বিষয়ের পাশপাশি পৃথক উত্তরবঙ্গ ইস্যু নিয়েও এদিন পদ্ম শিবিরকে তুলধনা করেছেন অভিষেক। বলেন, অনেকেই বলছেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। কীসের উত্তরবঙ্গ? বাংলায় উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বলে কিছু নেই। কোনও দিন ছিলও না। তারপরেই তাঁর হুঙ্কার, যতদিন মমতা ব্যানার্জি রয়েছেন ততদিন রাজ্য ভাগ হবে না। বাংলা একটাই, আর সেটা হল পশ্চিমবঙ্গ। সেই সঙ্গে পদ্ম শিবিরকে তাঁর হুঁশিয়ারি, বিজেপি নেতাদের ক্ষমতা থাকলে বাংলা ভাগ করে দেখাক।
একাধিক প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ তুলে এদিনও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন অভিষেক। প্রকল্পের নাম নিয়ে যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, সে প্রসঙ্গে এদিন অভিষেক বলেন, বাংলায় যে প্রকল্প চলছে তার নাম কেন বাংলায় হবে না? সেই সঙ্গে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক বলেন, মমতা ব্যানার্জি দিল্লির টাকার অপেক্ষা করেন না, মানুষের জন্য যা করার তা তিনি নিজেই করবেন।
Comments are closed.