কুৎসা সত্ত্বেও তৃণমূল ৫২% ভোট পেয়েছে, ২৪-এ এটা ৫৬% হবে: অভিষেক 

পঞ্চায়েত ভোটের জয় নিয়ে আগেই ট্যুইট করেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি শুক্রবার এসএসকেএম-এ এসে বড়সড় ঘোষণা করলেন। এদিন অভিষেক ব্যানার্জি বলেন, বিরোধীদের এত কুৎসার পরেও পঞ্চায়েত ভোটে ৫২% ভোট পেয়েছে তৃণমূল। ২৪-এর লোকসভা ভোটে ভোটের পরিমাণ বেড়ে হবে ৫৬%।

পঞ্চায়েত ভোটে আহত নন্দীগ্রামের ১৪ জন তৃণমূল কর্মী এসএসকেএম হাসপাতালে ভর্তি। এদিন তাঁদের দেখতে আসেন অভিষেক ব্যানার্জি। আহত কর্মীদের দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হন তৃণমূলের প্রধান সেনাপতি। তাঁর বিস্ফোরক অভিযোগ, নন্দীগ্রামে তৃণমূলের জয়ী এক মহিলা প্রার্থীকে খুনের হুমকি দিচ্ছে বিজেপি।

এখানেই না থেমে এদিন তৃণমূল সাংসদ বলেন, আহত কর্মীদের সঙ্গে কথা বলে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন। অভিষেক ব্যানার্জি হুঁশিয়ারির সুরে বলেন, ওই ২০ জন অভিযুক্তের নাম তিনি মুখ্যমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। তাঁর সাফ অভিযোগ, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে সন্ত্রাসের রাস্তা নিয়েছে বিজেপি।

Comments are closed.