দিল্লি পুলিশ জোর করে ধর্না তুলে দিয়েছে; কেন্দ্রকে পাল্টা আক্রমণ শানিয়ে বললেন অভিষেক 

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে দু’দিনের ধর্না কর্মসূচির সোমবার ছিল প্রথম দিন। এদিন রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে ধর্না শুরু করেন অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের মন্ত্রী সাংসদরা। কিন্তু অমিত শাহের মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ জোর করে সেই ধর্না তুলে দিয়েছে বলে অভিযোগ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পক। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জি বলেন, রাজ্যের বকেয়া ১০০ দিনের টাকা চেয়ে  বারবার কেন্দ্রের কাছে আবেদন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জেদের জেরে বাংলাকে বঞ্চনা করে চলেছে। শান্তিপূর্ণ ভাবে রাজঘাটে ধর্না দিচ্ছিলাম আমার। কিন্তু দিল্লি পুলিশ, সিআরপিএফ ধাক্কাধাক্কি করে তুলে দিয়েছে। 

পাল্টা মোদী সরকারকে একহাত নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর দাবি, একটাও রাজনৈতিক স্লোগান ব্যবহার করা হয়নি ধর্না মঞ্চ থেকে। শান্তিপূর্ণ ভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার। আগামীদিনে আরও জোরদার লড়াই হবে বলেও হুঁশিয়ারি দেন অভিষেক ব্যানার্জি। সেই সঙ্গে মোদী সরকারকে আক্রমণ শানিয়ে বলেন, ‘এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির কারণেই কি এই প্রতিশোধ নেওয়া হচ্ছে? উল্লেখ্য, মঙ্গলবারও দিল্লিতে তৃণমূলের একাধিক কর্মসূচি রয়েছে। 

Comments are closed.