একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়ে, তাদের সরকার পুনরায় নির্বাচিত হলে বাংলায় দুয়ারে রেশন প্রকল্প শুরু করা হবে। যদিও ভোটের পর নানান আইনি জটিলতায় সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ঘোষণা করেন, আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে যাবে। দুয়ারের সরকারের প্রতিনিধিরাই এই কাজ করবে বলে ঘোষণা করেন তিনি।
বুধবার পূর্ব বর্ধমানের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে জনসভা করেন অভিষেক ব্যানার্জি। ওই সভা থেকেই অভিষেক ব্যানার্জি প্রতিশ্রুতি দেন, দুয়ারে সরকার নিয়ে যে আইনি জটিলতা ছিল, তা মিটে গিয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। তাঁর কথায়, গত দু’বছর ধরে রেশন ডিলারদের কয়েকজন সুপ্রিমকোর্ট, হাইকোর্ট করে যাতে দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত না হয়। আইনি জটিলতায় প্রকল্পটি আটকে ছিল। আজ থেকে দু, আড়াই মাস আগে সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এর পরেই অভিষেক ব্যানার্জির প্রতিশ্রুতি, আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৬ মাসের মধ্যে কোনও জায়গা থেকে নয়, কোনও পাড়ার মোড় থেকে নয়, কোনও গ্রামের চায়ের দোকান থেকে নয়, কোনও ক্লাব থেকেও নয়, দুয়ারের সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে।
Comments are closed.