ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্ণ করেলেন, সেই উপলক্ষ্যেই এদিন নিজের কাজের রিপোর্ট পেশ করলেন পৈলানের এক জনসভা থেকে। সমগ্র অমুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল ‘নিঃশব্দ বিপ্লব’। আর সেই মঞ্চ থেকেই রিপোর্ট কার্ড পেশের পাশপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ”প্রধানমন্ত্রী এই লোকসভায় একাধিক সভা করেছিলেন। বলেছিলেন, অভিষেক হাড়ছেন। কিন্তু আপনারাই তাঁকে পাত্তা দেননি”।
কাজের খতিয়ান পেশের পাশপাশি এদিন দিদি’কে বল কর্মসূচির ধাঁচে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা করেন তৃণমূল সাংসদ। ‘এক ডাকে অভিষেক’-এর হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭-তে সরাসরি অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করতে পারবেন ডায়মন্ড হারবার লোকসভার জনগণ। নতুন উদ্যোগ নিয়ে অভিষেক বলেন, “দিদিকে বলো থেকে অনুপ্রাণিত হয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে এক ডাকে অভিষেক। আপনার যা সমস্যা, গঠনমূলক পরামর্শ এই নম্বরে ফোন করে আমাকে জানান। ডায়মন্ড হারবারের মানুষের যা দরকার তা তাঁরা আমাকে বলুন আর আমার যা দরকার তা আমি আপনাদের বলব। এর মধ্যে চার পাঁচটা দশটা লোক দেওয়াল তুলে দাঁড়িয়ে ছিল। আজ থেকে এই দেওয়াল আমি ভেঙে দিলাম।” অভিষেক আরও জানান, এই হেল্পলাইন নাম্বারে সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত অভিযোগ জানানো যাবে। আগামী দু’বছরের জন্য চলবে এই পরিষেবা। সেই সঙ্গে অভিষেকের ঘোষণা, ডায়মন্ড হারবার বাসীর সমর্থন পেলে আগামী ২০ বছর ধরে চলবে নতুন এই উদ্যোগ।
Comments are closed.