দেশে ফিরলেন অভিষেক ব্যানার্জি। আমেরিকায় চোখের জটিল অস্ত্রোপচার করিয়ে সোমবারই কলকাতায় ফিরেছেন তিনি। এদিন সকাল ৮ টা নাগাদ তাঁকে দমদম বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতে এদিন সকাল সকালই বিমানবন্দরে অসংখ্য তৃণমূল কর্মী পৌঁছে যান। সাংবাদিকদের কিছু না বললেও এদিন কর্মীদের শুভেচ্ছা জানান তিনি।
গত ১২ অক্টোবর আমেরিকা যান অভিষেক। সেখানে জন হপকিন্স হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অভিষেকের অস্ত্রোপচার সফল হয়েছে জানিয়ে কয়েকদিন আগে তাঁর ছবি ট্যুইট করেছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল সূত্রে জানা গিয়েছিল, কালীপুজোর দিন বা তার আগেই রাজ্যে ফিরবেন ডায়মন্ডহারবারের সাংসদ। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতেও অভিষেককে দেখা যাবে।
তবে তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ সূত্রে খবর, অভিষেককে কয়েকদিন ধূলো বালি, কোনও রকম তাপ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই পুজোতে উপস্থিত থাকলেও অভিষেককে হয়তো এবারে হোম-যজ্ঞতে অংশগ্রহণ করতে দেখা যাবে না। এদিন বিমানবন্দর থেকেও যখন বেরিয়ে আসছেন, তাঁর চোখে ছিল ঘষা কাঁচের চশমা। সব মিলিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর এবং কালীপুজো-ভাইফোঁটা কাটিয়ে পুরোদমে পঞ্চায়েত ভোটের জন্য ময়দানে নামবেন বলে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে।
Comments are closed.