কর্মসূচির দিনগুলোতেই ডেকে পাঠানো হচ্ছে, এভাবে আটকানো যাবে না; ফের এজেন্সি নিয়ে সরব অভিষেক 

বৃহস্পতিবারই ইডি তাঁকে তলব করেছিল। নির্দিষ্ট সময় সিজিও কমপ্লেক্সে গিয়ে ১ ঘন্টার মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসেন। আর শুক্রবার এক কর্মসূচি থেকে ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে একহাত নিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এজেন্সির বিরুদ্ধে অভিযোগ, যেদিন যেদিন তাঁর কর্মসূচি থাকছে সেদিন সেদিনই তাঁকে তলব করে হেনস্থা করা হচ্ছে। তবে এভাবে যে তাঁকে দমিয়ে রাখা যাবে না, এদিন ফের একবার তা হুঁশিয়ারি দেন তিনি। 

শুক্রবার, ডায়মন্ড হারবারের ফলতায় তৃণমূলের তরফে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, গতকাল আমার এখানে সভা করার ছিল, কিন্তু সেদিনই ইডি তলব করল। যার জন্য সভাটা একদিন পিছিয়ে দিতে হল। তারপর তারিখ ধরে ধরে অভিষেক ব্যানার্জি বলেন, বিরোধী জোটের মিটিংয়ের দিন আমায় ডাকা হল, দিল্লিতে যেদিন ধর্না সেদিন ডাকা হল, ৯ অক্টোবরও নোটিস দেওয়া হল, কারণ সেদিন আমি রাজভবনের সামনে ধর্নায় বসে। এবারেও ডাকা হল। আমি ৬ হাজার পাতার নথি জমা দিয়ে এসেছি। এভাবে আমায় আটকানো যাবে না। 

কেন্দ্রীয় এজেন্সি এবং মোদী সরকারকে এদিন একযোগে আক্রমণ শানানা অভিষেক ব্যানার্জি। তাঁর দাবি, কয়লা পাচার, গরু পাচার মামলায় কিছু করতে না পেরে এখন নিয়োগ দুর্নীতিতেও তাঁকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। 

Comments are closed.