বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। একুশের পর রাজ্যে ফের একটা হাইভোল্টেজ নির্বাচন। তৃণমূল, বিজেপি সহ সব পক্ষই ভোটের প্রস্তুতি শুরু করেছে। এর মধ্যেই জানা গেল, পূর্ব মেদিনীপুরর কাঁথি থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে নামছে ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রে খবর, ডিসেম্বরে কাঁথিতে ভোট প্রচারে যাবেন অভিষেক ব্যানার্জি। রাজ্য রাজনীতিতে কাঁথি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত। ফলে, রাজ্যে ডিসেম্বরের ঠান্ডাতেই যে পঞ্চায়েত-পারদে চড়বে তা এক প্রকার নিশ্চিত।
এদিকে মঙ্গলবারই তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে পূর্ব মেদিনীপুরের দায়িত্ব দিয়েছে দল। পঞ্চায়েত ভোট ও হলদিয়া পুর ভোটের আগে পূর্ব মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলার দলের সাংগঠনিক দায়িত্ব সামলাবেন কুণাল ঘোষ। জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। এদিন দায়িত্ব নিয়েই বিরোধী দলনেতাকে তীব্র আক্রমণ শানিয়েছেন কুণাল।
অন্যদিকে মঙ্গলবার আসন সংরক্ষণ তালিকা নিয়ে অভিযোগ জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতর যান শুভেন্দু অধিকারী। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এদিন পক্ষপাতিত্ব-এর অভিযোগ এনে শুরু চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ারও হুঁশিয়ারি দেন বিজেপি নেতা।
Comments are closed.