আগামী ২৩ জুন ত্রিপুরার দুই কেন্দ্রে উপনির্বাচন। সোমবার উপনির্বাচনে গিয়ে একাধিক ইস্যুতে ত্রিপুরার বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন অভিষেক। বলেন, ত্রিপুরায় সিপিএমের সন্ত্রাসকেও ছাপিয়ে গিয়েছে বিজেপি। সেই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, ত্রিপুরায় সংবাদমাধ্যমও বিজেপির আক্রমণের শিকার। অভিষেক আরও দাবি করেন, ত্রিপুরায় বেকারত্বের হার ১৮%, যেখানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার ৪%।
স্মার্ট সিটি নিয়েও এদিন বিজেপিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। বলেন, ১৪৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল ত্রিপুরার স্মার্ট সিটি প্রকল্পের জন্য। কোথায় গেল সেই স্মার্ট সিটি? এক ঘন্টা বৃষ্টি হলে জল জমে যায়। বিজেপির শাসন মানেই ভুয়ো প্রতিশ্রুতি। পাশপাশি অভিষেক ব্যানার্জি আরও অভিযোগ করেন, ত্রিপুরায় তৃণমূল কর্মীদের নামে একাধিক ভুয়ো মামলা করা হয়েছে। রাজ্যের পরিস্থিতি বদলাতে বিজেপিকে এখান থেকে উৎখাত করতে হবে। ত্রিপুরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে। অভিষেকের আরও কটাক্ষ, এখানে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির নয়। ত্রিপুরার জনগণ বনাম বিজেপির। তৃণমূল কোনও চোখ রাঙানিকে ভয় পায় না, আমরা মানুষের জন্য লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজেপিকে আক্রমণের পাশপাশি এদিন ত্রিপুরার সিপিএম, কংগ্রেসকেও আক্রমণ শানিয়েছেন অভিষেক। তিনি সাফ বলেন, বিজেপি বিরোধী একটি ভোটও সিপিএম বা কংগ্রেসকে নয়। ওদের ভোট দেওয়া মানে তা বিজেপির খাতায় গিয়েই জমা হবে।
Comments are closed.