সব ঠিক থাকলে মাস দুয়েকের ব্যবধানেই রাজ্যে পঞ্চায়েত ভোট। কার্যত নিয়ম করে জেলা সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। দলীয় তরফে শুরু হয়েছে দিদির দূত কর্মসূচি। এই আবহে পশ্চিম মেদিনীপুর যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। শনিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের অনন্দপুরে জনসভা করবেন অভিষেক ব্যানার্জি। ঘাসফুল শিবির সূত্রে এমনটাই খবর।
অভিষেক ব্যানার্জির সভা ঘিরে কেশপুরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই তৃণমূলের এবং অভিষেকের পোস্টার, হোডিং-এ ছেয়ে ফেলা হয়েছে গোটা অঞ্চল। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শনিবারের সভার রেকর্ড পরিমাণ ভিড় হতে চলেছে। তা সামাল দিতে স্থানীয় প্রশাসনের তরফেও একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এদিকে অভিষেকের সভা ঘিরে রাজনৈতিক মহলেও জল্পনা তুঙ্গে। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিও তত উত্তপ্ত হয়ে উঠেছে। দিদির দূত কর্মসূচি নিয়ে বিরোধীরা একযোগে তৃণমূলকে আক্রমণ শানিয়েছে। অন্যদিকে আবাস দুর্নীতি সহ একাধিক অভিযোগে বার বার কেন্দ্রীয় দল রাজ্যে আসছে। যা নিয়ে তৃণমূলও সুর চড়িয়েছে। এই আবহে কেশপুরের জনসভা থেকে অভিষেক ব্যানার্জি কী বার্তা দেন, এখন সেটাই দেখার।
Comments are closed.