১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট। সব দলের প্রার্থীরাই জোর কদমে প্রচার শুরু করেছেন। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির প্রচারে অংশগ্রহণ নিয়ে জল্পনা ছিলই। সূত্রের খবর, আগামী ১৫ ও ১৬ ডিসেম্বর পরপর দু’দিন ১৪৪ জন প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেবেন অভিষেক।
সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার দিল্লি যাচ্ছেন অভিষেক ব্যানার্জি। অধিবেশন চলাকালীনই গোয়া যাওয়ার কথা তাঁর। তৃণমূল সূত্রে খবর, গোয়া সফরে অভিষেকের হাত ধরে তৃণমূলে বেশ কিছু বিশিষ্ঠজন যোগ দিতে পারেন। জানা গিয়েছে, গোয়া সফর সেরেই কলকাতা ফিরে আসবেন তিনি।
দলের তরফে এখনও তাঁর প্রচার সূচি কিছু প্রকাশ না করা হলেও, সূত্রের খবর, ১৫ ও ১৬ ডিসেম্বর উত্তর এবং দক্ষিণ কলকাতায় দুটি মিছিলে হাঁটবেন তিনি। সেই সঙ্গে দক্ষিণ কলকাতায় একটি সভাও করতে পারেন।
উল্লেখ, কয়েকদিন আগেই প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন অভিষেক। সেখানে পুরভোটের রণকৌশল ঠিক করার পাশাপাশি প্রত্যেক কর্মীকে সাফ জানিয়েছেন, মানুষকে তাঁর ভোট দানের অধিকার প্রয়োগ করতে দিতে হবে। কোনও নেতা কর্মীরা বিরুদ্ধে ভোট দানে বাধা দেওয়ার অভিযোগ পেলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হতে পারেও বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক।
Comments are closed.