যে ভারতীয় মুসলিমরা তালিবানকে সমর্থন করছেন তাঁরাও সমান বিপদজনক; ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ নাসিরুদ্দিন শাহের
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনই কার্যত ফের পরাধীন হয় আফগানিস্তান। ১৫ আগস্ট কাবুল দখল করে তালিবান। সারা বিশ্ব যেখানে তালিবান শাসন নিয়ে চিন্তিত, সেখানে অন্যান্য জায়গার মতো ভারতের কয়েকজন মুসলিম তালিবান শাসনকে সমর্থন করেছেন। তালিবানের কাবুল দখল নিয়ে তাঁরা উল্লসিত।
এবার এ নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তালিবান শাসনের মতোই তাঁদেরকে সমর্থনের প্রবণতাও ভয়ঙ্কর বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার অভিনেতার একটি ভিডিও বার্তা ভাইরাল হয় নেট মাধ্যমে। অভিনেতা বলেন, তালিবানের ক্ষমতায় ফেরাকে যে সমস্ত ভারতীয় মুসলিমরা সমর্থন করছেন তাঁরাও এই জঙ্গি গোষ্ঠীর মতোই ভয়ঙ্কর। তালিবানকে নিয়ে যাঁরা উচ্ছ্বসিত তাঁদের কাছে জানতে চাই আপনার কী ইসলামের আধুনিকরণকে চান নাকি অতীতের বর্বর সময়ে ফিরে যেতে চান? অভিনেতা মনে করিয়ে দেন, বিশ্বের বাকি মুসলিমদের থেকে ভারতীয় মুসলিমরা নিজেদের আলাদা পরিচয় তৈরি করেছেন। এমন দিন যেন না আসে যে প্রকৃত ইসলামকে আমরা চিনেই উঠতে পারলাম না।
মির্জা গালিবের একটি উদ্ধৃতি তুলে তিনি বলেন, আমি একজন ভারতীয় মুসলিম। আল্লাহমিয়ার সঙ্গে এমনই সম্পর্ক যে তাঁকে স্মরণ করার জন্য আমার ধর্মের রাজনীতিকরণের প্রয়োজন নেই।
Absolutely! 💯
Taliban is a curse! pic.twitter.com/Bs6xzbNZW8— Sayema (@_sayema) September 1, 2021
উল্লেখ্য এর আগেও একাধিক সামাজিক বিষয় নিয়ে তীব্র ভাবে নিজের মত প্রকাশ করেছেন ৭১ বছরের বর্ষীয়ান এই অভিনেতা। এবারেও তার অন্যথা হয়নি।
Comments are closed.