স্বাধীনতা দিবসে সুইমিং সুট পরে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে ট্রোল হতে হল অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য কে, “স্বাধীনতা সংগ্রামীরা তো এইসব দেখার জন্যই মৃত্যুবরণ করেছিল”, কথা শোনানো হলো গাঁটছড়ার দ্যুতিকে
গতকাল ১৫ ই আগস্ট ছিল ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এবছর উদযাপিত করা হয়েছে ভারতবর্ষের ৭৬ তম স্বাধীনতা তথা ৭৫ তম স্বাধীনতার পূর্তি। প্রধানমন্ত্রীর ডাক ছিল “হার ঘার তিরঙ্গা”। সেই কথা মেনেই সাধারণ মানুষ থেকে তারকারাও পালন করেছেন সেই ভাবেই। আবার এই দিনকে বারবার বলা হচ্ছিল “আজাদী কি আমৃত মহোৎসব”। স্বাধীনতা দিবস নিয়ে মানুষের আবেগ খুবই স্বাভাবিক। তবে এই বছর যেন একটু আলাদাই আবেগ দেখা গেছে প্রত্যেকটি মানুষের মধ্যে। এই আবেগকে সাধারণের সামনে তুলে ধরতে গিয়ে কোন তারকা পেয়েছেন অনুরাগীদের সমর্থন আবার কেউ নিজের ভুলেই পেয়েছেন নেটিজেনদের কটাক্ষ।
সম্প্রতি এই দিন ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ শ্রীমা ভট্টাচার্য তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করেন একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে সুইম সুট পরে সুইমিংপুলে অভিনেত্রী মজা করছেন তার বন্ধুদের সাথে। সেখানে উপস্থিত রয়েছেন পর্দার আরো তিন অত্যন্ত জনপ্রিয় মুখ সোলাঙ্কি, গৌরব এবং অনিন্দ্য। প্রত্যেকেই একসাথে কাজ করছেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ায়। এই ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে তিন জোড়া হানিমুন পর্ব। সেই সূত্রেই গোটা টিমকে এখন দেখা যাচ্ছে উড়িষ্যায় আউটডোর শুটিং করতে। আর সেখান থেকেই শ্রীমা পোস্ট করেন এই ছবি।
ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ভালো থাকুক, শত বাঁধার মধ্যে থেকেও মনের কোণে থাকা ছেলেমানুষী গুলো স্বাধীন হোক রোজ।” সুইমিং সুট পরে সুইমিংপুলে মজা করার ছবি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোতে ক্ষুদ্ধ হয়েছেন নেটিজেনরা। তবে কি অভিনেত্রী সুইমিং সুট পড়ার স্বাধীনতাকেই প্রকাশ করতে চেয়েছেন? নেটিজেনদের এই রাগ প্রকাশ পেয়েছে অভিনেত্রীর কমেন্ট সেকশনে। কেউ কেউ বলেছেন, “স্বাধীনতা সংগ্রামীরা তো এইসব দেখার জন্যই মৃত্যুবরণ করেছিলেন”, আবার কেউ বলেছেন, “যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে এই স্বাধীনতাটা আজ ভারত অর্জন করেছে সেটা সুইমিং সুট পরার স্বাধীনতার জন্য নয়”। আবার কেউ মধ্যস্থতা করে বলেন, “শ্রীমা ভট্টাচার্য একজন অভিনেত্রী তিনি যা খুশি পরতেই পারেন তাকে কেউ বাঁধা দেবে না। কিন্তু এই রকম পোশাকে আজকে ছবি তিনি দিতেই পারতেন কিন্তু সেখানে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা লেখার কোন দরকার ছিল না”।
View this post on Instagram
এইসব অপমানজনক কটাক্ষের মধ্যে অভিনেত্রী পাশে পেয়েছেন কিছু মানুষকে যারা কথা বলেছেন অভিনেত্রীর হয়ে। তাদের মধ্যে একজন বলেন, “এটা ২০২২ সাল “। এমনই আরো মানুষ আছেন যারা সাপোর্ট করেছেন অভিনেত্রীকে। তবে স্বাধীনতা দিবসের আবেগ কিন্তু কারোর ক্ষেত্রেই কম নয়। প্রত্যেকেই এই দিনটিতে নিজের ভালোবাসা এবং নিজের আবেগ প্রকাশ করেন নিজের নিজের মতো করে।
Comments are closed.