নিন্দার ঝড় না মন্ত্রীর চিঠি? অ্যালোপ্যাথি নিয়ে রামদেবের পিছু হটার কারণ কী?
জোড়া চাপে পড়ে পত্রপাঠ নিজের মন্তব্য প্রত্যাহার পতঞ্জলির কর্ণধারের
অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কড়া চিঠি রামদেবকে। জোড়া চাপে পড়ে পত্রপাঠ নিজের মন্তব্য প্রত্যাহার পতঞ্জলির কর্ণধারের।
টুইটে তিনি জানান, মন্ত্ৰীর চিঠি পেয়েছি। আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। বিভিন্ন চিকিৎসা শাস্ত্র নিয়ে আমার বিতর্কিত মন্তব্য বন্ধ করছি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে রামদেবকে বলতে শোনা যায়, অ্যালোপ্যাথি একটা বোকা এবং দেউলিয়া বিজ্ঞান। তিনি বলেন, অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার পর কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছেন।
এরপরেই গর্জে ওঠে দেশের চিকিৎসক মহল। রামদেবের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেয় দেশের চিকিৎসকদের একাংশ। মহামারি আইনে রামদেবের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় আইএমএ। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্র। রামদেবকে চিঠি দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
চিঠিতে তিনি এই মন্তব্যর জন্য রামদেবকে ক্ষমা চাইতে বলেন। চিঠি পেয়েই নিজের মন্তব্য ফিরিয়ে নেন যোগগুরু রামদেব।
Comments are closed.