স্টেশনে ট্রেন থামার পর খুলল না দরজা, ক্ষোভ মেট্রো যাত্রীদের, কী বললেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক
ফের মেট্রো বিভ্রাট। স্টেশনে ট্রেন থামার পর দরজাই খুলল না। বাধ্য হয়ে পরে স্টেশনে নামলেন যাত্রীরা। এরপর বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। বেশ কয়েকজন মোটরম্যানের কাছে গিয়ে তাঁকে রেক থেকে নামিয়ে আনার চেষ্টা করেন।
বুধবার সকালে অফিস টাইম। দক্ষিণেশ্বরগামী একটি ট্রেন নোয়াপাড়া স্টেশনে ঢোকার পর দরজা খোলেনি। এরপর বরানগর স্টেশনে পৌঁছানোর পর দরজা খোলে। সেখানে নেমে যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকে। এই বিষয়ে কলকাতা মেট্রোর ভারপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘক্ষণ বোঝানোর পর যাত্রীরা বিক্ষোভ তুলে নেন। বিক্ষোভরত যাত্রীদের দক্ষিণেশ্বর স্টেশনে নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে তাঁদের আবার ওই ট্রেনেই বরানগর হয়ে নোয়াপাড়ায় পাঠানো হয়। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল, দরজা খোলা রেখেই দৌড় দিয়েছিল মেট্রো। গত মাসেই নেতাজি স্টেশন (কুঁদঘাট) থেকে দমদম গামী মেট্রোর একটি দরজা খোলা অবস্থাতেই রবীন্দ্র সরোবরে পর্যন্ত চলে যায়। অফিস টাইমে ট্রেনে ছিল প্রবল ভিড়। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। শেষে মেট্রোর আধিকারিক এবং আরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে যান। মেট্রোতে মেকানিক সহ আরপিএফ জওয়ানরা উঠে যান। সমস্ত যাত্রীকে তাঁরা সরিয়ে বন্ধ না হওয়া দরজার সামনে গার্ড হয়ে দাঁড়িয়ে পড়েন।
Comments are closed.