চেতলা অগ্রনী ক্লাবের উদ্যোগে দুয়ারে অক্সিজেন পরিষেবা

এবার রাজ্যে চালু হল দুয়ায়ে অক্সিজেন পরিষেবা। চেতলা অগ্রনী ক্লাবের উদ্যোগে চালু হল এই পরিষেবা। বুধবার এই পরিষেবার উদ্বোধন করেন চেতলা অগ্রনী ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, এই মুহূর্তে ২০টি অক্সিজেন কন্সেন্ট্রেটরের জোগান রয়েছে। ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে। বাড়ি বাড়ি গিয়েই বিনামূল্যে এই পরিষেবা দেবেন ক্লাবের সদস্যরা।

ফোন করলেইএই পরিষেবা মিলবে। সেইক্ষেত্রে ২টি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। একটি হল ৯৮৩১১০৪৬৫৫ এবং অন্যটি হল ৭০০৩৮৬৮৪১৪।

কোভিড মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিটি ক্লাবকে এগিয়ে আসার জন্য আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই আবেদনকে মাথায় রেখে এগিয়ে এল চেতলা অগ্রনী ক্লাব। এই ক্লাবের সভাপতি অর্থাৎ মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই জানিয়েছিলেন রাজ্যে কোভিড মোকাবিলাই হবে তৃতীয়বারের জন্য তৃণমূল সরকারের প্রথম কাজ। সেই অনুযায়ী তিনি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করোনা ভ্যাকসিনেশনের কাজ শুরু করেছেন।

Comments are closed.