বিশ্বকাপের পর এই প্রথমবার, নীল-সাদা জার্সিতে মাঠে মেসি-মার্তিনেসরা; কাদের বিরুদ্ধে খেলবে টিম আর্জেন্টিনা?
বিশ্বকাপ মিটেছে কয়েক মাস হয়ে গেল। ক্লাব ফুটবলের বাইরে ফের একবার নীল সাদা জার্সিতে মাঠে দেখা যাবে লিও মেসি, এমিলিয়ানো মার্টিনেসদের। বিশ্বকাপের পর প্রথম মাঠে নামছে টিম আর্জেন্টিনা। খবর প্রকাশ্যে আসার পর, মেসি-মার্তিনেসদের এক টিমে দেখার জন্য মুখিয়ে ফুটবল প্রেমীরা। জানা গিয়েছে, চলতি মাসের ২৪ এবং ২৮ মার্চ আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মাঠে নামছে টিম আর্জেন্টিনা।
পানামা এবং কুরাকুয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যে ম্যাচ উপলক্ষ্যে দেশে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিও মেসি। ক্লাব অ্যাস্টন ভিলা থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন গোলরক্ষক মার্তিনেসও। এছাড়াও টিমের বাকি সদস্যরাও একে একে দেশে ফিরতে শুরু করেছেন।
পিএসজি’তে সময়টা ভালো যাচ্ছে না মেসির। রেনের বিরুদ্ধে হারের পর মাঠেই বদ্রুত শুনতে হয়েছে বিশ্বকাপজয়ীকে। চ্যাম্পিয়ন লীগ থেকে ছিটকে গিয়েছে পিএসজি। ফ্রেঞ্চ কাপও হাতছাড়া। আর যার জেরে ক্লাবের সমর্থকদের থেকে বিদ্রুত শুনতে হয়েছে লিওকে। এসবের মধ্যেই দেশের জার্সিতে লিওকে দেখতে মুখিয়ে রয়েছে অগুনতি মেসি ভক্ত।
Comments are closed.