বিশ্বকাপ জয়ের পরেই ব্লক করে দেওয়া হয়েছিল মেসির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, কারণ জানালেন আর্জেন্টিনার অধিনায়ক
বিশ্বকাপ জয়ী হয়েছেন। ফুটবল জীবনের একটি বৃত্ত সম্পূর্ণ করেছেন ফুটবলের ম্যাজিক ম্যান। এক মাসেরও বেশি সময় কেটে গেলেও খেলার দুনিয়াও এখনও চর্চার কেন্দ্রে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ জয়ের স্মৃতির চারণ করতে গিয়ে এক চমকপ্রদ তথ্য দিয়েছেন এলএম টেন। জানান, বিশ্বকাপ জয়ের ঠিক পরে পরেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। কিন্তু কেন?
বিশ্বকাপ হাতে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মেসি। লাইকের নিরিখে রেকর্ড গড়েছিল মেসির সেই পোস্ট। মেসির কথায়, জয়ের পর অগুনতি মানুষ শুভেচ্ছা জানিয়ে ম্যাসেজ করছিলেন। শুধু হোয়াটসঅ্যাপে যে পরিমাণ শুভেচ্ছা বার্তা এসেছিল তার উত্তর দিতে দু’দিন সময় লেগেছিল। একই সঙ্গে ইন্সটাগ্রামেও সারা বিশ্ব জুড়ে ১ মিলিয়নের বেশি শুভেচ্ছা বার্তা এসেছিল বলে জানান মেসি। যে কারণেই ইনস্টাগ্রাম থেকে তাঁর অ্যাকাউন্টটা এক প্রকার বাধ্য হয়ে ব্লক করা হয়েছিল বলে মেসি ওই সাক্ষাৎকারে বলেন।
Comments are closed.