আদানি ইস্যুতে ফের কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। আগরতলার জনসভা থেকে উপস্থিত জনতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্ক-এ যে টাকা রাখছেন তা ডুবে যাবে, তখন কী করবেন? নাম না করে আদানি প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, আদর ব্যাপারীরা আজকে দেশ চালাচ্ছে।
কয়েকদিন আগেই এক জনসভা থেকে আদানি ইস্যুতে তৃণমূল নেত্রী কটাক্ষের সুরে বলেছিলেন, শেয়ার বাজারে ধসের কারণে কেন্দ্রের সরকারই পড়ে যাচ্ছিল। কোনও রকমে পরস্থিতির সামাল দেওয়া গিয়েছে। আগরতলার জনসভা থেকে ফের মমতা ব্যানার্জির মুখে একই কথা শোনা যায়। বলেন, আদরব্যাপারিরা আজকে দেশ চালাচ্ছে। চারদিন আগেই সরকার পড়ে যাচ্ছিল। এখন টিমটিম করে জ্বলেছে। তারপরেই উপস্থিত জনতার উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যেদিন এলআইসি টিমটিম করে নিভে যাবে, স্টেট ব্যাঙ্ক-এ যে টাকা রাখছেন তা ডুবে যাবে, তখন কী করবেন?
চলতি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। ভোট প্রচারে সোমবার সে রাজ্যে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন আগরতলায় রোড-শো করেন তিনি। পদযাত্রা শেষে আগরতলায় জনসভা করেন মমতা ব্যানার্জি। আর সে সভা থেকেই একের পর এক ইস্যুতে কেন্দ্রকে কার্যত তুলোধনা করেন তৃণমূল সুপ্রিম।
Comments are closed.