দেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিসিটিভি বসাতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে, ন্যাশনাল মেডিক্যাল কমিশনে। বলা হয়েছে, দেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেইন গেট কাউন্টার, আউটডোর সহ ২৫ টি জায়গায় সিসিটিভি বসাতে হবে। সরকারি, বেসরকারি সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। স্ত্রী, শিশুরোগ এবং অস্থিরোগের আউটডোর। অ্যানাস্থেশিয়ার জায়গা, মেডিক্যাল কলেজের লেকচার থিয়েটার, পড়ুয়াদের অ্যানাটমি ডিসেকশন হল। প্যাথলজি ও মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ও রোগীর অপেক্ষা করার জায়গায় বসাতে হবে সিসিটিভি।
এই বিষয়ে চিকিৎসক ও অধ্যাপকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তকে বেনজির বলেই মনে করছেন চিকিৎসকদের একাংশ। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের চেয়ারম্যান ডা, সুরেশচন্দ্র শর্মা জানিয়েছেন, সিসিটিভিগুলি যেন ডিভিআর ও উচ্চক্ষমতার নেটওয়ার্ক যুক্ত হয়। ইন্ডিয়ান মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, কিছু অসাধু লোকদের নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ।
Comments are closed.