মেডিক্যাল কলেজে টসিলিজুম্যাব কাণ্ডে হাইকোর্টে জনস্বার্থ মামলা

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে টসিলিজুম্যাব ওষুধ উধাওয়ের ঘটনায় হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। তদন্ত প্রক্রিয়া সঠিক হওয়ার দাবি নিয়ে এই মামলা করেছেন এক আইনজীবী।

আইনজীবীর বক্তব্য, এই ঘটনায় জড়িত রয়েছেন মেডিক্যাল কলেজের চেয়ারম্যান। তাই তদন্তে প্রভাব পড়তে পারে বলে মনে করেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানিয়েছেন ওই আইনজীবী।

অভিযোগ, কয়েকদিন আগে মেডিক্যাল কলেজ থেকে উধাও হয়ে যায় করোনা ব্যবহৃত ২৬ টি টসিলিজুম্যাব ইঞ্জেকশন। যার মূল্য ১১ লক্ষ টাকা। ঘটনায় নাম জড়ায় তৃণমূল বিধায়ক ডাক্তার নির্মল মাজি ঘনিষ্ঠ এক ডাক্তারের।

গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস সাপোর্টার্স নামে একটি পেজ থেকে দুপক্ষের কথপোকথনের একটি অডিও ক্লিপ প্ৰকাশ করা হয়।

সেই অডিও ক্লিপে কোভিড ওয়ার্ডের সিস্টার ইনচার্জের সঙ্গে শাসকদল ঘনিষ্ঠ এমার্জেন্সি মেডিক্যাল অফিসারের কথপোকথনের একটি অডিও ক্লিপ শোনা যায়।

ঘটনার তদন্তে ইতিমধ্যেই তৈরি হয়েছে তদন্ত কমিটি। কিন্তু অভিযুক্ত শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় তদন্তে প্ৰভাব পড়তে পারে। এতে তদন্ত সঠিকভাবে এগোতে নাও পারে। তাই আইনজীবী তাপস মাইতি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। এই ওষুধের একটি ভায়েলের দাম ৫০ হাজার টাকা।

Comments are closed.