অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ১৫  

অমরনাথে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৫। নিখোঁজও রয়েছেন বেশ কয়েকজন। উদ্ধারকাজে নেমেছেন সেনাবাহিনী ও আইটিবিপি জওয়ান ও এনডিআরএফ।দুর্ঘটনা সম্পর্কে খবরাখবরের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে এনডিআরএফ।

বৃহস্পতিবার বিকেলে জম্মু-কাশ্মীরের অমরনাথ গুহার কাছে হঠাত্‍ শুরু হয় মেঘভাঙা বৃষ্টি। ওপর থেকে ভেঙে পড়তে থাকে বড় বড় পাথর। কয়েক মিনিটের বানে ভেসে যায় পুণ্যার্থীদের ২৫টি ক্যাম্প। জলে ভেসে যায় অনেক পুণ্যার্থী। এরপর তড়িঘড়ি স্থগিত করে দেওয়া হয়। পরিস্থতি সম্পর্কে খোঁজ নেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

এর আগে ২০১৩ সালে প্রবল বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছিল উত্তরাখণ্ডের বেশ কয়েকটি জেলায়। তছনছ হয়ে গিয়েছিল কেদারনাথ। মারা গিয়েছিলেন বহু মানুষ। সেই স্মৃতি উসকে দিল অমরনাথে বৃহস্পতিবারের ঘটনা।

Comments are closed.