মোবাইল ফোন, LED লাইট থেকে ইলেক্ট্রনিক জিনিস, হেডফোন, এয়ারফোন, ব্লুটুথ স্পিকার ইত্যাদি জিনিসে দীপাবলি তথা উৎসবের মরসুম উপলক্ষ্যে বিপুল ছাড় দিচ্ছে অ্যামাজন।
LED ল্যাম্প
দীপাবলিতে বিভিন্ন কোম্পানির LED আলোয় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, পাওয়া যাচ্ছে Amazon Great Indian Festival sale এ। Narang RGB colour changing LED strip light এ থাকছে ৬০ টি LED। রিমোটের সাহায্যে চলা এই LED স্ট্রিপে দেড় হাজার টাকা ছাড় দিয়ে দাম পড়ছে ৫,৪৯৯ টাকা।
Mixen firework লাইটও চলবে রিমোটে। হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এর দাম পড়ছে ৯৯৯ টাকা। এছাড়া Luditek sound activated party RGB disco ball লাইট, Mufasa waterproof LED strip, Sunrise CarFrill Minge USB party light, Spriak sound activated LED disco ball ইত্যাদি বিভিন্ন LED আলোয় দীপাবলি উপলক্ষ্যে ৩ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন। দীপাবলিতে বাড়ি আলোয় আলোকিত করার সুযোগ থাকছে সাড়ে তিনশো টাকা খরচ করেই।
মোবাইল ফোন
Redmi Note 9, Samsung Galaxy M51, Oppo A52, Vivo V19, Samsung Galaxy S10 Plus, Samsung Galaxy S10 Plus ইত্যাদি বিভিন্ন মডেলের স্মার্টফোনে পাওয়া যাচ্ছে ১২ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত ছাড়।
স্পিকার, হেডফোন অফার
boAT AAVANT স্পিকারে Amazon Great Indian Festival sale’এ দেওয়া হচ্ছে ৭৩ শতাংশ ছাড়।
JBL Infinity sonic B200WL 2.1 স্পিকারে ৫৮ শতাংশ, Bose Home Speaker 300 মডেলে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে অ্যামাজনে। এছাড়া Mi, JBL, boAt সহ বিভিন্ন কোম্পানির ব্লুটুথ স্পিকার ও হোম থিয়েটারে থাকছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়।
বোট, বোস, জেবিএল ইত্যাদি নামীদামী কোম্পানির হেডফোন ও এয়ারফোনেও ৬৭ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে Amazon Great Indian Festival sale এ।
এছাড়া, জামা-কাপড়, বাড়ির সাজসজ্জা, ইলেক্ট্রনিক জিনিস, অ্যাকসেসরিজেও ৭০ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে অ্যামাজন সেলে। যেমন সোনির স্মার্ট টিভিতে ৪০ শতাংশ ছাড়, প্রেস্টিজের প্রেসার কুকার ও রান্নার জিনিসপত্রে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, ক্যামেরা, স্মার্ট ওয়াচে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, বিভিন্ন ব্র্যান্ডের জামা-কাপড়ে ১৫০+ ডিল সহ আকর্ষনীয় সেলে ভরপুর অ্যামাজন।
অফার শুরু বৃহস্পতিবার থেকে। দারুণ ছাড়ে প্রয়োজনীয় জিনিস কিনতে হলে আপনাকে যেতেই হবে Amazon.in এ।
Comments are closed.