নাগরিকদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দিল আমেরিকা। Level 4 Travel Health নোটিশ জারি করে এই মুহূর্তে ভারতে উপস্থিত মার্কিন নাগরিকদের যত দ্রুত ও নিরাপদে সম্ভব ভারত ছাড়ার কথা বলা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোভিডের জন্য ভারতে চিকিৎসার ব্যবস্থা সীমিত। তাই এই মুহূর্তে ভারতে না যাওয়াই শ্রেয় বলে মনে করছে আমেরিকা। ইতিমধ্যেই আমেরিকা ভারতকে অক্সিজেন এবং চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করার কথা জানিয়েছে।
ভারতে করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে। এই অবস্থায় হাসপাতালগুলিতে বেড পাওয়া যাচ্ছে না। মিলছে না অক্সিজেন। কোনও কোনও জায়গায় কোভিড পরীক্ষার অবস্থাও বেহাল। শুধুমাত্র কোভিড সংক্রমিত রোগী নয়। যারা করোনা সংক্রমিত হননি, তারাও সঠিক পরিষেবা পাচ্ছেন না বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
এই পরিস্থিতিতে রত ও আমেরিকার মধ্যে উড়ান পরিষেবা এখনও চালু রয়েছে। কিন্তু বাংলাদেশ, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর ভারতের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করে দিয়েছে। সরাসরি বিমানে নাগরিকদের দেশে ফেরার কথা বলেছে ওয়াশিংটন।
Comments are closed.