দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় পরপর দুদিনে মৃত্যু হল ৪ জনের। রবিবার দুর্ঘটনার ৪৮ ঘণ্টা পর অবশেষে রোপওয়েতে আটকে থাকা সব যাত্রীদের উদ্ধার করা সম্ভব হল। মঙ্গলবার উদ্ধারকাজ চালানোর সময় রোপোয়ের দড়ি ছিঁড়ে মৃত্যু হয়েছে আরও এক মহিলা পর্যটকের। সোমবার ভারতীয় বায়ুসেনা উদ্ধারকাজ চালানোর সময় হেলিকপ্টার থেকে দড়ি ফেলেছিল। সেই দড়ি ফস্কে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল আরও একজনের।
সোমবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরে ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনায় ২ মহিলার মৃত্যু হয়। আটকে থাকা পর্যটকদের উদ্ধারকাজে নামানো হয় ভারতীয় বায়ুসেনা, সেনা, আইটিবিপি এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
উল্লেখ্য, রবিবার বিকেলে ত্রিকূট পাহাড়ের উপর বাবা বৈদ্যনাথ দেবের মন্দিরে যাওয়ার সময় রোপওয়েতে দুর্ঘটনা ঘটে। একদিক থেকে পর্যটকদের নয়ে বেশ কয়েকটি রোপওয়ে মন্দিরে যাচ্ছিল।
অন্যদিকে মন্দির থেকেও ফিরছিলেন কয়েকজন পর্যটক। মাঝপথে কেবল কারগুলির মধ্যে সংঘর্ষ লেগে দুর্ঘটনা ঘটে। দুই মহিলা পর্যটকের মৃত্যু হয়। অন্যদিকে রোপওয়ে দুর্ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ঝাড়খণ্ড হাইকোর্ট। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৬ এপ্রিলয় এই মামলার পরবর্তী শুনানি।
Comments are closed.