পলিউশন আন্ডার কন্ট্রোল বা PUC সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে পরিবর্তন। গাড়ির পলিউশন টেস্টের পাশাপাশি গাড়ির নিরাপত্তাও বাড়াবে PUC সার্টিফিকেট।
কেন্দ্রীয় সরকার ভারতে পলিউশন টেস্টের জন্য এই নয়া নিয়ম আনছে। নয়া নিয়ম অনুযায়ী গাড়ির মালিক PUC করতে যাওয়া মাত্রই গাড়ির মালিকের কাছে একটা এসএমএস পৌঁছে যাবে। এর ফলে যদি কখনও গাড়ি চুরি যায় তাহলে তা দ্রুত ধরা যাবে। কিন্তু কীভাবে? জানা যাচ্ছে, চুরি যাওয়া গাড়ি যখনই পলিউশন টেস্ট করাতে যাবে, টেস্টিং সেন্টারে PUC সার্টিফিকেটের QR কোড স্ক্যান করলেই গাড়ির আসল মালিকের সমস্ত তথ্য বেরিয়ে আসবে। এমনকী গাড়ির আসল মালিকের কাছেও একটি এসএমএস চলে যাবে। তা দেখে গাড়ির মালিক জানতে পেরে যাবেন চুরি যাওয়া গাড়ি ঠিক কোথায় আছে। নয়া নিয়মে আগের তুলনায় গাড়ি অনেক বেশি সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া PUC সার্টিফিকেট পাওয়ার জন্য একটা নতুন QR কোড জেনারেট হবে। আর এই QR কোডে গাড়ির মালিকের সব ইনফরমেশন, রেজিস্ট্রেশন নাম্বার, নাম সহ সব তথ্য স্টোর থাকবে। এই নয়া নিয়মে গাড়ি চুরি আগের থেকে অনেকাংশেই কমবে।
Comments are closed.