বাড়িয়ে দাও তোমার হাত… করোনা-যশ মোকাবিলায় একজোট শিল্পী মহল

দুর্গতদের পাশে দাঁড়াতে কেউ তুলে নিলেন গিটার, কেউ হারমোনিয়াম আবার কেউ বা গলার স্বরকে হাতিয়ার করলেন

‘বাড়িয়ে দাও তোমার হাত…’

গান শুনিয়ে ত্রাণ তহবিল গড়ে করোনা সংক্রমিত এবং ঘূর্ণিঝড় যশ কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষগুলির পাশে দাঁড়ানোর অভিনব পদক্ষেপ নিল বাংলার সঙ্গীত শিল্পীরা। এই অশান্ত পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে সক্রিয়ভাবে দাঁড়িয়েছেন বহু টলি তারকা। তবে তা ব্যক্তিগত ভাবে, অথবা সংস্থার মাধ্যমে। এবার দুর্গতদের পাশে দাঁড়াতে কেউ তুলে নিলেন গিটার, কেউ হারমোনিয়াম আবার কেউ বা গলার স্বরকে হাতিয়ার করলেন।

একেই করোনার থাবা তার উপর নিত্যনতুন দূর্যোগ। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় জর্জরিত বাংলার মানুষ। নেই পর্যাপ্ত টিকা, প্লাজমা, অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধের অভাব। সংক্রমণের হার কমলেও। মৃত্যুর সংখ্যায় যেন লাগাম পড়ানো যাচ্ছে না। তারমধ্যেই নতুন দূর্যোগ… ঘূর্ণিঝিড় যশের দাপটে বহু মানুষ আজ ভিটে-মাটি হীন। নিজেদের সামর্থ্য মতো, অভিনব প্রচেষ্টায় ত্রাণ তহবিল গড়ে ওই মানুষগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান ‘বাড়িয়ে দাও তোমার হাত’ এর মাধ্যমে।

আগামী ২১ জুন, বিশ্ব সঙ্গীত দিবসের দিন রাত সাড়ে ৮ টায় শ্রীকান্ত আচার্য, জয় গোস্বামী, লোপামুদ্রা, অনুপম রায়, উপল, ইমন সহ ১৬ জন শিল্পী একজোট হয়ে ডিজিটাল মাধ্যমে শ্রতাদের গান শোনাবেন। এই ভার্চুয়াল অনুষ্ঠানের টিকিট থেকে আগত অর্থ শিল্পীরা পৌঁছে দেবেন কোভিড অতিমারি এবং ঘূর্ণিঝড় যশ বিপর্যস্ত এলাকাগুলিতে। অনলাইন অনুষ্ঠানের মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। ব্যস্ততার কারণে যদি কোনও শ্রতা মিস করে যায় অনুষ্ঠান, তবে তাঁদের জন্য ২১ জুনের পর টানা ৭ দিন টিকিট কেটে অনলাইন স্ট্রিনিংয়ে মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ থাকবে।

Comments are closed.