পরিষেবা পেল প্রায় আধ কোটি মানুষ; ষষ্ঠ দফার ‘দুয়ারে সরকারে’ রেকর্ড গড়ল লক্ষ্মীর ভান্ডার 

ষষ্ঠবারের দুয়ারে সরকার শিবিরও ব্যাপক সাড়া ফেলল। ১ এপ্রিল থেকে ১ মাস জুড়ে শিবিরে চলেছিল। আর তাতে করে সারা রাজ্যে প্রায় আধকোটি মানুষ শিবিরগুলো থেকে পরিষেবা পেয়েছে। নবান্ন সূত্রে এমনটাই খবর। সেই সঙ্গে জানা গিয়েছে, রাজ্যের প্রকল্পগুলোর মধ্যে সবথেকে বেশি আবেদন জমা পড়েছে লক্ষ্মীরভাণ্ডারের জন্য। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারের শিবিরগুলো থেকে মোট ৪৭ লক্ষ ১১ হাজার ২৬০ জন মানুষ পরিষেবা পেয়েছেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জমা পড়েছিল সবথেকে বেশি। ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। এবারের শিবির থেকে রেকর্ড সংখ্যক স্বাস্থ্যসাথী কার্ডও দেওয়া হয়েছে। প্রায় ৪ লক্ষ ৩১ হাজার মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। এছাড়াও ঐক্যশ্রী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, বিধবা ভাতা, রূপশ্রী, জয় জোহরের মতো প্রকলগুলোতেও আবেদনের পরিপ্রেক্ষিতে ১০০ শতাংশ পরিষেবা প্রদান করা হয়েছে বলে দাবি নবান্নের। 

 

Comments are closed.