কাতার বিশ্বকাপের ফাইনালের পর ফের একবার ফিফার পুরস্কার তালিকায় দেখা গেল নীল সাদা ব্রিগেডের দাপট। ফ্রান্সের তারকা ফুটবলার এমপাবে, বেনজেমাকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি। সেই সঙ্গে পুরুষ বিভাগে সেরা কোচের পুরস্কারও পেয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এমনকী সেরা গোলকিপারের সিরাপও জিতেছেন আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এখানেই শেষ নয়, ফিফার বর্ষসেরা সমর্থকের পুরস্কারও এবারে গিয়েছে আর্জেন্টিনায়।
পুরুষদের বিভাগে বর্ষসেরা কোচের তালিকায় দৌড়ে ছিলেন রিয়্যাল মাদ্রিদের কোচ কার্লো আন্সেলোত্তি এবং ম্যানচেস্টার সিটির পেপ গুয়ার্দিওলা। যদিও পয়েন্টের নিরিখে বাকি দুজনকে পেছনে ফেলে বর্ষসেরার খেতাব ছিনিয়ে নেন স্কালোনি। এদিকে বিশ্বকাপে এমি মার্টিনেজের দুর্ধর্ষ ট্রাব্রেকার সেভ নিয়েও এখনও ফুটবল বিশ্বে আলোচনা হয়। বর্ষসেরার তালিকায় মার্টিনেজের নাম প্রকাশ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন বর্ষসেরা গোলকিপারের খেতাব মার্টিনেজই পাবেন। মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।
এদিকে এ নিয়ে পর পর সাতবার ফিফার বর্ষসেরা ফিফার বর্ষসেরা শিরোপা পেলেন লিওনেল মেসি। এর আগে ২০০৯,২০১০,২০১১,২০১২,২০১৫,২০১৯ এর পর ফের ২০২২-এও মেসির ঝুলিতে ফিফার বর্ষসেরা তকমা।
Comments are closed.