আজ বিশ্বকাপে মুখোমুখি আর্জেন্টিনা-মেক্সিকো, হারলেই বিদায় মেসিদের, আগে কতবার মুখোমুখি হয়েছিল দুই দল? কতবার ম্যাচ ড্র জানুন
কাতার বিশ্বকাপে শনিবার রাতে মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে কার্যত বিদায় মেসিদের। লুসাইল স্টেডিয়ামে ভারতীয় সময় সাড়ে ১২ টা থেকে শুরু হবে ম্যাচ। এখনও পর্যন্ত ৩৫ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মেক্সিকো। এরমধ্যে ১৬ বার জয়ী হয়েছে আর্জেন্টিনা ও ৫ বার জয় পেয়েছে মেক্সিকো। বাকি ১৪ ম্যাচ ড্র হয়েছে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে খেলেছিল আর্জেন্টিনা ও মেক্সিকো। ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি কাপে শেষবারের জন্য মেক্সিকোর সঙ্গে জয়ী হয় আর্জেন্টিনা। এর আগে ২০১৮ সালের ১৬ ও ২০ নভেম্বরও মেক্সিকোর সঙ্গে খেলায় জয়ী হয় আর্জেন্টিনা। অন্যদিকে ২০০৪ সালের কোপা আমেরিকাতে আর্জেন্টিনা মেক্সিকোর কাছে শেষবারের মতন পরাজিত হয়। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে ২০১৫ সালে দুই দলের খেলায় ড্র হয়েছিল ম্যাচ।
কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে হারার পর জয়ের জেদ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। পাশাপাশি মেক্সিকো প্রথম ম্যাচে ড্র করেছে। আজকের ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী মেক্সিকোর কোচ।
অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে খেলতে নেমে চোট পেয়ে ৮০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন ব্রাজিলিয়ন তারকা নেইমার। বেঞ্চে বসে পায়ে বরফ দিতে দেখা যায় তাঁকে। পরে জানা যায়, বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারবেন না নেইমার।
Comments are closed.